জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: একাত্তরের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নির্মিত ভারতের ‘গুন্ডে’ চলচ্চিত্র বন্ধ ও এর নির্মাতাদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। মানববন্ধনে ইতিহাস বিকৃতির জন্য ভারত সরকারকে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে চলচ্চিত্রপ্রেমী, বিভিন্ন সংগঠনের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে ‘জহির রায়হান চলচ্চিত্র সংসদ’র সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবিদ সরকার বলেন, গুন্ডে চলচ্চিত্রে বাংলাদেশের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশি হিসেবে আমরা কোনোভাবেই এটি মেনে নিতে পারি না। তাই ইতিহাস বিকৃতকারী এই চলচ্চিত্রের নির্মাতাসহ চলচ্চিত্রটি বন্ধের দাবি জানানো হচ্ছে।
মানববন্ধনে ‘গুন্ডে চলচ্চিত্র বন্ধ কর’, ‘ভারতীয় গণমাধ্যম ও পণ্য বর্জন কর’, ‘মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় মিথ্যাচারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ কামনা করছি’, ‘ইতিহাস বিকৃতি ও মিথ্যাচার বন্ধ কর’, ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪