জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ফোরকান আহাম্মদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র বলে দাবি করেছেন।
বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার প্রবেশপত্রের ছবির সঙ্গে বর্তমান ছবির মিল না থাকায় হল পরিদর্শক তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই শিক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করেন।
আটক ফোরকান আহাম্মদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্রলীগকর্মী মো. কামাল হোসেনের (স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগ, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ) চাপে মো. মহিউদ্দিন রুবেল নামে এক শিক্ষার্থীর হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসেন। ছাত্রলীগকর্মী কামাল জহুরুল হক হলের ৪০০৯ নম্বর কক্ষে থাকেন বলেও জানান ফোরকান।
পরবর্তীতে আটক শিক্ষার্থীর কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে সন্ধ্যায় তাকে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, আটক হওয়া শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে আমাদের জানিয়েছেন। তার কাছ থেকে তথ্য প্রমাণ রেখে দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪