ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৮ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৮ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১১ এবং ২০১২ সালের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৮জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- শেখ মো: মাহমুদুল ইসলাম, তানজিন তাহের তমা, মিফতাহুল জান্নাত রাস্না ও মো: জাহিদুল ইসলাম (ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), মেহরিন বিনতে তারিক ও শান্তা বিশ্বাস (ফলিত রসায়ন অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইফ্ফাত আনজুম ও আসমা এনায়েত (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)।



বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসে্বে উপস্থিত থেকে ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দেশকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করার জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ৩০ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি বলেই আজ এই অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্ভব হয়েছে। তাই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে ওঠতে হবে।

তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত মোট ৮জন শিক্ষার্থীর মধ্যে ৬জনই ছাত্রী হওয়ার ঘটনাকে দেশে নারীর ক্ষমতায়ন ও নারী অগ্রগতির সার্বিক প্রতিফলণ হিসাবে আখ্যায়িত করেন।

 বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন , ডিন্স অ্যাওয়ার্ড প্রাপ্তিই জীবনের প্রকৃত সফলতা নয়। ভাল ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠতে হবে।

এ সময় তিনি দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করার জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে    প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আদনান কিবার। বিভাগীয় চেয়ারম্যানগণ স্ব স্ব বিভাগের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত রাস্না অনুভূতি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।