ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
বেরোবিতে পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উচ্চশিক্ষা মানোন্নয়ন কর্মসূচি প্রকল্পের উদ্যোগে পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।



হ্যাকেপ সাব-পজেক্ট ম্যানেজার ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ড. নাজমুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. আর এম হাফিজুর রহমান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে শামসুদ্দোহা।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীনুর রহমানের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রভাষক মো. হারুন-অর-রশিদ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।