খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২৬ মার্চ সকাল ১১টায় সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হবে।
দেশব্যাপী লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কুয়েট প্রশাসন সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের এ কর্মসূচি গ্রহণ করেছে।
কুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (প্রাথমিক ও মাধ্যমিক), উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খানাবাড়ী বালিকা বিদ্যালয়, খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জাবদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেবে।
কর্মসূচি সফল করতে পরিচালকের (ছাত্র কল্যাণ) দপ্তর, রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ ও তথ্য শাখা বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
সবাইকে ২৬ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হওয়ার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪