ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় করার দাবিতে ইডেন ছাত্রীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
বিশ্ববিদ্যালয় করার দাবিতে ইডেন ছাত্রীদের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ করছেন কলেজটির ছাত্রীরা।

মঙ্গলবার সকাল ৯টার পর থেকেই কলেজের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রীরা।

কলেজের বিভিন্ন বিভাগের দুই শতাধিক ছাত্রী এতে অংশ নেন।

এ সময় তারা অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রীরা অনেক স্বপ্ন নিয়ে ইডেন কলেজে এসে ভর্তি হয়। কিন্তু এখানে তারা মেধা বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। ইডেনে বর্তমানে কোনো গবেষণাগার নেই। তাই এখানে উচ্চ শিক্ষা ব্যাহত হচ্ছে। ’

তারা আরো বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক ধীরগতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। যার ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষার বিকাশ ঘটাতে পারছে না। তারা বঞ্চিত হচ্ছে উচ্চশিক্ষা থেকে। তাই এটিকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি। ’

সরকারের তরফে সুষ্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ধারাবাহিক এ আন্দোলন চলতে থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।

এর আগেও একই দাবিতে একাধিকবার বিক্ষোভ ও সামনের সড়ক অবরোধ করেছে ছাত্রীরা।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের সামনে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে বলে জানিয়েছেন লালবাগ থানার ডিউটি অফিসার রাশিদুল হাসান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।