ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪
খুবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



২৫ মার্চ দিনগত রাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন, আবাসিক হল, স্বাধীনতা শিক্ষক পরিষদ, শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

২৬ মার্চ সকাল ৬টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর।

সকাল ১১টায় শহীদ মিনার ও মুক্তমঞ্চের সামনে ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, হল প্রভোস্ট ও বিভাগীয় প্রধানরা সহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

বিকেলে মুক্তমঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া, দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।