নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা হাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি সানিকে (২২) ফের গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ব্যবসায়ী শোয়েব হত্যা মামলার আসামি সানি ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকার মহসিন মিয়ার ছেলে।
গত রোববার রাতে তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ইতোমধ্যে সে হত্যা মামলার ব্যাপারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল বলে পুলিশ সূত্র জানায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার এসআই খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২১ মার্চ কাশিপুর হোসাইনীনগর এলাকা থেকে শোয়েব নামে এক হোসিয়ারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এর দুইদিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে সানি (২২) ও শাহীন (৩৫) গত ২৪ মার্চ থেকে দুই দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মঙ্গলবার ভোরে হাজত থেকে পালিয়ে যায় সানি। এর একদিন পর বুধবার ভোরে ফের তাকে গ্রেফতার করে পুলিশ।
এস আই খায়রুল বলেন, রিমান্ডে থাকা সানিকে ফের বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। আবারো রিমান্ডের আবেদন করা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬