রংপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
২৫ মার্চ ১১.৫৯ মিনিটে মোমবাতি প্রজ্বলন, জাতীয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্মারকে উপাচার্যের পুষ্পার্ঘ্য অর্পণ, সূর্যোদয়লগ্নে জাতীয় পতাকা উত্তোলন, সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।
‘স্বাধীনতা স্মারকে’ বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর, সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অপর্ণের পাশাপাশি কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, অভিনয়, রচনা, স্ব-রচিত কবিতা, আলোকচিত্র, পোস্টার, শর্ট ফিল্ম, শিশুদের জন্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন ড. আর এম হাফিজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন ড. নাজমুল হক, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোরশেদ হোসেন, বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।
লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সংহতি প্রকাশ করে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নব-নির্মিত স্বাধীনতা স্মারক চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৪ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এরপর আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪