ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রেজাল্টের দাবিতে ইবির ফিকহ বিভাগে তালা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
রেজাল্টের দাবিতে ইবির ফিকহ বিভাগে তালা

ইবি: স্নাতোকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ বিভাগে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিভাগে তালা দেয় তারা।

পরে বিভাগের সভাপতি ড. নাজিম উদ্দিনকে তার কক্ষে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতোকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা ২০০৪-০৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়। দীর্ঘ সেশন জটের কারণে অবশেষে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তাদের স্নাতোকোত্তর পরীক্ষা শেষ হয়। তবে, এখনো ফলাফল প্রকাশিত হয়নি।

সেশন জটের কারণে স্নাতক-স্নাতোকোত্তর শ্রেণির পাঁচ বছরের কোর্স সাড়ে নয় বছর লেগেছে। এতে অধিকাংশ শিক্ষার্থীদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে বিভাগে তালা লাগিয়ে বিভাগীয় শিক্ষকদের প্রতি ক্ষোভ জানায়।

ক্ষুদ্ধ কয়েকজন শিক্ষার্থী বিভাগীয় সভাপতির নাম ফলক ভেঙে ফেলে। একপর্যায়ে সভাপতির কক্ষে তালা লাগিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

পরে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান, সহকারী প্রক্টর জাহাঙ্গীর সাদাত, সহকারী প্রক্টর আলতাফ হোসেন শিক্ষার্থীদের শান্ত করেন।

তারা বিভাগীয় সভাপতি ড. নাজিমুদ্দিনসহ বিভাগের সব শিক্ষকদের সঙ্গে কথা বলে দুই দিনের মধ্যে ফলাফল প্রকাশের প্রতিশ্রুতি দেন।

প্রতিশ্রুতি পেয়ে শিক্ষার্থীরা চলে গেলে বিভাগের শিক্ষকরা ফলাফলের কাজ করা শুরু করেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিভাগীয় সভাপতি ড. নাজিমুদ্দিন বাংলানিউজকে বলেন, আমরা কিছু সীমাবদ্ধতার কারণে এতোদিন ফলাফল দিতে পারিনি। তবে আমরা ফলাফলের কাজ করছি, আগামী দুই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।