ঢাকা: বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ডিজিটাল ই-লাইব্রেরি চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি।
বৃহস্পতিবার সকালে ইউজিসি চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী এ লাইব্রেরির উদ্ধোধন করেন।
তিনি বলেন, এই লাইব্রেরির মাধ্যমে ইতোমধ্যে দেশের ৩৮টি
বিশ্ববিদ্যালয়ের ই-রিসোর্স সরবরাহ করা হচ্ছে। এরমধ্যে ৩১টি পাবলিক এবং ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শতকরা ৯৮ ভাগ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতকরা ১৮ ভাগ ব্যবহারকারী এই ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।
প্রফেসর ড. একে আজাদ জানান, ইউজিসি ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারের প্রায় তিন হাজারের বেশি ই-জার্নাল, ম্যাগাজিন, কনফারেন্স প্রসেডিংস, বুলেটিনসহ নানা তথ্য লাভ করতে পারবেন।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, সদস্য প্রফেসর ড. এম মুহিবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মোহাব্বাত খান এবং প্রফেসর আবুল হাশেম।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪