সাতক্ষীরা: এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সাতক্ষীরায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় নকল করার দায়ে জেলার আশাশুনি মহিলা কলেজ কেন্দ্র থেকে আজহারুল ইসলাম নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের শিক্ষা শাখা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
এবার সাতক্ষীরার ৩৭টি কেন্দ্রে ২০ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ২০৮ জন। এর মধ্যে এইচএসসির ১৩৪ জন, বিএম-এর ২৮ জন ও আলিমের ৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪