খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বৃত্তির চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
এ সময় কুয়েটের ১৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২য় কিস্তির ৫হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
বৃত্তি প্রাপ্তদের উদ্দেশ্যে কুয়েট ভিসি বলেন, তোমাদেরকে এই বৃত্তির মর্যাদা রক্ষা করতে আরো বেশী মনোযোগ দিয়ে পড়া লেখা করতে হবে এবং ভবিষ্যতে তোমরা যখন স্বাবলম্বী হবে তখন তোমাদেরকেও এমন উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনার্জি টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. খোঃ মোঃ শফিউল ইসলাম, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন, সহকারী রেজিস্ট্রার(শিক্ষা) শেখ আক্কাছ আলী প্রমূখ।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪