ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে এবার ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ২৮২ জন বেশী। সমাবর্তনে অংশ নেওয়া গ্রাজুয়েটদের মধ্যে ছেলে ৪ হাজার ১৫ জন, মেয়ে ৪হাজার ২৯৭ জন।
ঢাবির ৪৮ তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার দুপুরে ঢাবির পুরাতন সিনেট কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১২টায়। তবে গ্রাজুয়েট এবং আমন্ত্রিত অতিথিদের জন্য সকাল সাড়ে ৯ টায় সমাবর্তন মাঠে প্রবেশের প্রধান ফটক খুলে দেওয়া হবে।
নিরাপত্তার স্বার্থে সমাবর্তনস্থলে কেউ মোবাইল ফোন, ক্যামেরা, হাতব্যাগ বা ছাতা নিয়ে প্রবেশ করতে পারবেন না বলেও উপাচার্য উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্স (সার্ন)’র মহাপরিচালক অধ্যাপক রোলফ হুয়েরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাবর্তন বক্তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।
উপাচার্য বলেন, ৪৮তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্তরের ডিগ্রিধারী মোট ৮ হাজার ৩১২ জন গ্রাজুয়েট অংশ নিচ্ছেন। এদের মধ্যে- পিএইচডি ৩৮ জন, এমফিল ২৫জন, স্বর্ণপদক ৩৩, এমডি-এমএস ৩৪, বিভিন্ন অনুষদের অনার্স ৪৬৮০ জন, বিভিন্ন অনুষদের মাস্টার্স ৮৫৫ জন, এমবিবিএস ১৭২০ জন, বিডিএস ২৮২ জন, নার্সিং ২২১ জন, ফিজিওথেরাপি ২০১জন, শিক্ষা অনুষদ ১ জন, হোমিও আয়ুর্বেদিক ৪৭ জন, বিএড ১০৩জন এবং এমএড ৭২ জন।
মেয়েদের সংখ্যা বেশির ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করে উপাচার্য বলেন, ‘শিক্ষাক্ষেত্রে যে মেয়েরা অনেক এগিয়েছে এটা তার প্রমাণ। শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েই নয় উচ্চ শিক্ষার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে যাচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪