ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে নতুন অ্যাম্বুলেন্স দিল সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
বেরোবিতে নতুন অ্যাম্বুলেন্স দিল সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন একটি অ্যাম্বুলেন্স দিয়েছে সরকার।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নতুন অ্যাম্বুলেন্স পেয়ে উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

অ্যাম্বুলেন্সটি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।