ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মৌলিক অধিকার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মৌলিক অধিকার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন অটিজম শিশুদেরও মৌলিক অধিকার। রাষ্ট্রেরই দায়িত্ব তাদের উপযোগী পরিবেশ তৈরি করা।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ পেলে সমাজ ও রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে উঠতে পারে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর বলেন, স্বাভাবিক শিশুদের জন্য বিশ্ববিদ্যালয় যদি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করতে পারে তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যও স্কুল প্রতিষ্ঠা করা উচিত। এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. অসিত বরণ পাল, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক,
প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।