জবি: বাংলাদেশ ছাত্র ফেডারেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। সোমবার বেলা এগরোটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহামিদা ইসলাম তানিয়ার সভাপতিত্বে আলোচনা করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামলী শীল, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হক শেখ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত মল্লিক।
এ সময় বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই হল আন্দোলনসহ সকল আন্দোলনে ছাত্র ফেডারেশন নেতৃত্ব দিয়ে আসছে। ২০১২ সালে
ছাত্র আন্দোলনের চাপেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৭/৪ ধারা বাতিলসহ পাঁচ হাজার টাকা বর্ধিত উন্নয়ন ফি কমাতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, পরিবহন সংকট, ক্লাস সংকট এবং গবেষণাখাতে অপর্যাপ্ত বরাদ্দ থাকায় প্রকৃত উচ্চ শিক্ষার আয়োজন ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন স্বপ্ন দেখে দেশপ্রেমিক, লড়াকু ও নিষ্ঠাবান তরুণদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রকৃত উচ্চ শিক্ষার কেন্দ্রে পরিনত করতে।
আলোচনা অনুষ্ঠানের পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘন্টা, এপ্রিল ০৭, ২০১৪