রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শেষে সচল হয়েছে ক্যাম্পাস।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চতুর্থ দিনের ধর্মঘট শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারো ক্যাম্পাসে ফিরেছে প্রাণচাঞ্চল্য। বিশ্ববিদ্যালয়ের আড্ডাস্থলগুলোতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের আনাগোনা।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্রলীগ। এর আগে চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করে তারা।
চারদিনের ধর্মঘট শেষে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুর্বণা আকতার বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা আর কোনো ছাত্রহত্যা দেখতে চাই না। বিশ্ববিদ্যালয়ে ছাত্রহত্যা এবং এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কারোই কাম্য নয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর আনসার উদ্দিন বাংলানিউজকে বলেন, ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হয়েছে। গত কয়েকমাসে বিভিন্ন কারণে কয়েক দফা ক্যাম্পাস বন্ধ ছি। সেশনজটের কথা বিবেচনা করে ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪