বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসন ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকালে জরুরি সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত প্রত্যাখান করে তারা চূড়ান্ত আণ্দোলনের ঘোষণা দেয়।
আন্দোলনকারীদের দাবি বহিষ্কৃত সুজয় ও রোকনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত ১৪ জনের মধ্যে ছাড় পাওয়া বাকী ৮ জনকেও বিচারের আওতায় আনতে হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে আসলেও সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে সভা করে শিক্ষক সমিতির মতামত জানানো হবে বলে সমিতি সূত্র জানিয়েছে।
এর আগে সকাল ১০টায় সিন্ডিকেটের এক জরুরি সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের মধ্যে ৩ জনকে আজীবন, ২ জনকে ৪ বছর এবং ১ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪
** সাদ হত্যার ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মী বহিষ্কার