ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইডিয়াল কমার্স কলেজে ক্যারিয়ার কার্নিভাল

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
আইডিয়াল কমার্স কলেজে ক্যারিয়ার কার্নিভাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লাইফ কার্নিভাল ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কাউন্সেলিং ও গোল সেটাপ ওয়ার্কশপ ‘ক্যারিয়ার কার্নিভাল’।

বুধবার রাজধানী ঢাকার আইডিয়াল কমার্স কলেজে ক্যাম্পাসে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।



উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি ও নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নিয়ে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুইবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও  ইউসিসি গ্রুপের স্বত্ত্বাধিকারী ড. আব্দুল হালিম পাটোয়ারী,  রেডিও টুডের আর জে অরণ্য, আর জে অর্ক এবং নুহাশ চলচ্চিত্রের পরিচালক জুয়েল রানা।

ওয়ার্কশপের প্রথম পর্বে উপস্থিত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ক্যারিয়ার সংক্রান্ত তথ্যাবলী তুলে ধর‍া হয়। এরপর এভারেস্টজয়ী এম এ মুহিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তার এভারেস্ট জয়ের কাহিনী বর্ণনা করেন।  

পরে এম এ মুহিতের এভারেস্ট জয়ের গল্প থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে ‘রকমারি ডট কম’ থেকে প্রত্যেক বিজয়ীকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বই কেনার সুযোগ দেওয়া হয়।

এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় ওয়েবপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

লাইফ কার্নিভাল সম্বন্ধে বিস্তারিত তথ্য জানা যাবে নিজস্ব ওয়েবসাইট http://www.lifecarnival.com থেকে। ওয়েবসাইটটিতে প্রায় ৪০টি বিষয়ের উপর স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ভিডিও সাক্ষাতকার রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।