ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

১০ দিনেও আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা, সহকারী প্রক্টরের পদত্যাগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, এপ্রিল ১০, ২০১৪
১০ দিনেও আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা, সহকারী প্রক্টরের পদত্যাগ ছবি: সংগৃহীত

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মমতাজ হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতার এবং আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবিতে ১০ম দিনের মতো বৃহস্পতিবারও আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে সোমবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন থাকায় বৃহস্পতিবার ভোর থেকে বাসায় যাওয়া শুরু করে শিক্ষার্থীরা।

ফলে ক্যাম্পাস হয়ে পড়ছে ছাত্র-ছাত্রী শূন্য।

সাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সাধারণ শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয় ৭১’ এর পাদদেশে সমাবেশ করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে। বিক্ষোভ-মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় ৭১’এ এসে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সকলকে গ্রেফতার এবং পূর্বের তদন্ত কমিটির সিদ্ধান্ত বহাল রেখে অধিকতর তদন্তের জন্য নতুন কমিটি গঠন করতে হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন রেখে প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তীতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বৃহস্পতিবার সাদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মনিরুজ্জামান পদত্যাগ করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় সহকারী প্রক্টর হিসেবে আমার দায় আছে। আমি মনে করি এ জায়গায় অন্য  কেউ থাকলে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ