রংপুর: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে ‘ছাত্র সংসদ নির্বাচন সংগ্রাম মঞ্চ’ নামে একটি সংগঠন।
বুধবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ছাত্র সংসদ বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারছে না।
তারা বলেন, শুধু তাই নয় রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কোনো ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হচ্ছে না। ছাত্র সংসদ না থাকায় দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলবাদী সংগঠনের অপতৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
একই সঙ্গে ছাত্ররাও টেন্ডারবাজিসহ নানা রকম অপকর্মে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
অবিলম্বে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বক্তারা বলেন, আগামী মাসের মধ্যে প্রাথমিকভাবে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বচন না দিলে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪