ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুক্রবার খুবিতে শুরু হচ্ছে ষষ্ঠ গণিত সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
শুক্রবার খুবিতে শুরু হচ্ছে ষষ্ঠ গণিত সম্মেলন

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শুক্রবার থেকে শুরু হচ্ছে জেলা গণিত ফোরাম আয়োজিত ষষ্ঠ খুলনা গণিত সম্মেলন ও ৫ম সাধারণ বার্ষিক সভা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়।



শুক্রবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে গণিত সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করবেন গণিত ফোরাম খুলনা’র সভাপতি প্রফেসর হারুনুর রশীদ।

এছাড়া কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন খুবির গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম ও সদস্য সচিব প্রফেসর ড. মো. হায়দার আলী।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।