ঢাকা: শিক্ষার্থীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে শেভরন – বাংলাদেশ, বিডিএসসি (ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার) ও ভিএবি’র(ভলান্টিয়ার্স এ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ) সঙ্গে যৌথভাবে কার্যক্রম শুরু করেছে।
কর্মসূচির অাওতায় শিক্ষকদের জন্য ৭৭২টি প্রশিক্ষণ প্রদান করা হবে।
এছাড়াও স্কুলগুলোতে কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার প্রতিষ্ঠা, শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ, সচেতনতামূলক ওয়ার্কশপ এবং নানাবিধ কমিউকেশন দ্রব্যাদির সহায়তা প্রদান করা হবে।
বৃহত্তর সিলেট অঞ্চলে শেভরনের তিনটি গ্যাসক্ষেত্রের পাশ্ববর্তী স্কুলগুলোতে এ কর্মসূচি পরিচালিত হবে। বিবিয়ানা ও জালালাবাদ গ্যাসক্ষেত্র এলাকায় ‘বিডিএসসি’ ও মৌলভীবাজার গ্যাসক্ষেত্র এলাকায় ‘ভিএবি’ কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার শেভরন বাংলাদেশের ঢাকা অফিসে যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করেন শেভরনের প্রেসিডেন্ট জেফ স্ট্রং, ‘ভিএবি’র কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড. জসিমুজ্জামান ও ‘বিডিএসসি’র নির্বাহী পরিচালক মো: হাসান আলী।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪