ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, এপ্রিল ২২, ২০১৪
বাকৃবিতে ছাত্রলীগের মিছিল ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

বাকৃবি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ক্রমাগত মিথ্যাচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কামাল-রণজিত (কেআর) মার্কেট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।



বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সভাপতি সহ-সভাপতি বিজয় কুমার বর্মণ।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক জিয়া পরিবার ক্রমাগতভাবে দেশের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ