ঢাকা: তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য ২০১৩-২০১৪ সালের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অসামরিক খাত থেকে বেতন গ্রহণকারী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সন্তান-সন্ততিদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হবে।
এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা ছাড়া যেকোনো শিক্ষাকোর্সে অধ্যয়নরত অনধিক দুই সন্তানের জন্য একই ফরমে আবেদন করতে পারবেন। তবে তাদের সন্তানরা যারা পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে পাস করে গড়ে ৫০ শতাংশ নম্বর অথবা বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা এ শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবে।
ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্র/ট্রান্সক্রিপট এবং উচ্চ মাধ্যমিক/স্নাতক/স্নাতকোত্তর শ্রেণীর ক্ষেত্রেও বোর্ড/বিশ্ববিদ্যালয়ের নম্বরপত্র/ট্রান্সক্রিপটসহ আবেদনপত্রের সংশ্লিষ্ট কলাম যথাযথভাবে পূরণ করে আগামী ৫ জুনের মধ্যে নিজ নিজ অফিস প্রধানের মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট অফিসে পৌঁছাতে হবে।
পরীক্ষায় ফলাফলের মূল নম্বরপত্রের পরিবর্তে ফটোকপি কিংবা অনুলিপি প্রদান করা হলে তা অবশ্যই প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয় এবং প্রত্যেক জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে বিনামূল্যে ফরম বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ওয়েবসাইট (www.bkkb.gov.bd) থেকে ফরম সংগ্রহ করা যাবে।
ফরম পূরণ করে স¦ স¦ অফিস প্রধানের মাধ্যমে ঢাকা মহানগরীতে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য পরিচালক (কর্মসূচি ও যৌথবীমা), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ১ম-১২তলা, সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা; ঢাকা মহানগরী ছাড়া ঢাকা বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, ১ম-১২তলা, সরকারি অফিস ভবন (৩য় তলা), সেগুনবাগিচায় জমা দিতে হবে।
এছাড়া চট্টগ্রাম বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, সরকারি কার্যভবন-১, আগ্রাবাদ, চট্টগ্রাম; রাজশাহী বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, শ্রীরামপুর, রাজশাহী; খুলনা বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, বয়রা, খুলনা; বরিশাল বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, কাশিপুর, বরিশাল; সিলেট বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, আলমপুর, সিলেট এবং রংপুর বিভাগের জন্য উপ-পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, রংপুর ঠিকানায় জমা দিতে হবে।
এদিকে গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাবৃত্তির সকল পুরোনো আবেদন বাতিল করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪