ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫০তম জন্মবার্ষিকী।
মঙ্গলবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু'দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শেক্সপিয়ারের জীবন ও সাহিত্য নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আবুল বাসার, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে কলা ভবনের বারান্দায় এ আলোকচিত্র প্রদর্শনীতে ৫০টিরও বেশি ছবি প্রদর্শিত হয়।
দুপুরে কলা ভবনে প্রদর্শিত হয় চলচ্চিত্র 'রোমিও অ্যান্ড জুলিয়েট'।
বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম রচিত এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের পরিবেশনায় নাটক 'হ্যামলেট ইন লাভ' পরিবেশিত হয়।
এটির নির্দেশনায় ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষিকা অর্পণা আওয়াল।
শেষে রোমান পোলানস্কি পরিচালিত 'ম্যাকবেথ' চলচ্চিত্র প্রদর্শিত হয়।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪