ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

শিক্ষা

শুক্রবার শিক্ষাবিদ শফিউল আলমকে সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, এপ্রিল ২৪, ২০১৪
শুক্রবার শিক্ষাবিদ শফিউল আলমকে সংবর্ধনা

ঢাকা: শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক শফিউল আলমের সত্তরতম জন্মদিনে কৃতী এই শিক্ষককে শ্রদ্ধা জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তার সুহৃদ, শুভার্থী, গুণগ্রাহী ও স্বজনেরা।  

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার সেমিনার কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর অ্যামিরিটাস ড. আনিসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।



সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে ভাষাবিজ্ঞানী প্রফেসর ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সুব্রত বড়ুয়া এবং শুভেচ্ছা বক্তব্য দেবেন ড. মাহবুবুল হক।

এ ছাড়াও শিক্ষাবিদ অধ্যাপক শফিউল আলমের জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন অধ্যাপক মনসুর মুসা, মুহম্মদ নুরুল হুদা, আলী ইমাম, রেজাউল হক চৌধুরী মুশতাক, অধ্যাপক নূরজাহান বেগম ও শফিউর রহমান দুলু।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।