ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-আইইউবিএটি’র সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তির স্মারক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশে নিয়োজিত নেদারল্যান্ডসভিত্তিক এনজিও সংস্থা নিকেতন।
সম্প্রতি আইইউবিএটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের উদ্যোগে ফাউন্ডার’র কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপাচার্য অধ্যাপক ড. এম আলিমুল্লাহ মিয়ার হাতে এ সমঝোতা স্মারক তুলে দেন নিকেতনের প্রতিষ্ঠাতা ও প্রকল্প সমন্বয়ক অ্যানশোনেত তারমোশুইজেন।
‘ডায়পারা প্রকল্প’ শীর্ষক জীবাণুবিয়োজ্য ডায়াপার (বায়ো-ডিগ্রেডেবল ডায়াপার) গবেষণায় সম্প্রতি আইইউবিএটি ও নিকেতনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটিরই সমঝোতা স্মারক হস্তান্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য এম আলিমুল্লাহ মিয়ার সভাপতিত্বে সমঝোতা স্মারক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আইইউবিএটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের প্রশাসনিক পরিচালক ও সমন্বয়ক সেলিনা নার্গিস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড সিএএস ফ্যাকাল্টি মোহাম্মদ আতাউর রহমান, রেজিস্ট্রার এম এ হান্নান, এনভায়রনমেন্টাল সায়েন্সেস’র ড. এম রেহান দস্তগীর, আন্তর্জাতিক প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এম ইবনে মুজিব প্রমুখ।
সমঝোতা স্মারক হস্তান্তর অনুষ্ঠানের পর আইইউবিএটি’র বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্র্রতিষ্ঠানের শিক্ষা প্রদান ও গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন নিকেতন প্রধান অ্যানশোনেত। পাশাপাশি আইইউবিএটি ও নিকেতনের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪