হাবিপ্রবি: নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে।
শনিবার বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হাবিপ্রবির উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসের নানা কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে টিকাদান ও চিকিৎসা প্রদান, বর্ণাঢ্য র্যালি, স্মরণিকা প্রকাশ, আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি।
সকালে দিবসের মোড়ক উন্মোচন কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রুহুল আমিন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় হাবিপ্রবি উপাচার্য, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ড. ইফতেখারুল ইসলাম রিয়েল এবং বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং অনুষদের সব শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪