জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথমবর্ষের (স্নাতক) সম্মান শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়ার জন্য ৩০ এপ্রিল বুধবার প্রবেশিকা অনুষ্ঠান আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সকাল পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত প্রবেশিকা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।
সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখবেন ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার।
অনুষ্ঠানে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটভুক্ত ছাত্র-ছাত্রীদের স্ব-স্ব অনুষদ ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে উপস্থাপন করবেন এবং অনুষদ ডিন ও ইনস্টিটিউটের পরিচালকগণ নিজ নিজ ছাত্র-ছাত্রীদের বরণ করবেন।
উপাচার্য নবাগত ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪