বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, ছাত্র বিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আশরাফুল হক হলের প্রভোস্ট পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতির নেতৃবৃন্দের আন্দোলনের মুখে রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাদ হত্যার ঘটনায় পদত্যাগকৃত ছাত্র বিষয়ক উপদেষ্টা পদে পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার, ছাত্র বিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পদে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং আশরাফুল হক হলের প্রভোস্ট পদে মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহাকে দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতির নেতৃবৃন্দ। ছাত্র সমিতির সূত্র জানায়, ওই সিদ্ধান্ত জানার পর থেকে তারা ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে অনড় থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে। সকাল সাড়ে ৯টায়ও অবস্থান ধর্মঘট চলছিল।
বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪