ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে সাংবাদিকদের সঙ্গে প্রক্টরিয়াল বডির মতবিনিময়

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, মে ১২, ২০১৪
বাকৃবিতে সাংবাদিকদের সঙ্গে প্রক্টরিয়াল বডির মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্রবিষয়ক বিভাগ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাকৃবিসাস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



বাকৃবিসাসের সাধারণ সম্পাদক অমিত মালাকারের সঞ্চালনায় এবং সভাপতি মো. আরিফুল হকের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. জহিরুল হক খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত ছাত্রবিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মহিরউদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন, সহকারী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

এর আগে নবনিযুক্ত ছাত্র বিষয়ক বিভাগ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় বাকৃবিসাসের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।