ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, মে ২০, ২০১৪
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উচ্চশিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১ জুলাই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে।

মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সুষ্ঠুভাবে দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনকে আহ্বায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কমিটি দিবসটির বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবে।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, সহকারী প্রক্টর, অফিস প্রধান, শিক্ষক সমিতিসহ সকল সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।