ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার থেকে খুবিতে গ্রীষ্মকালীন অবকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ১৫, ২০১৪
রোববার থেকে খুবিতে গ্রীষ্মকালীন অবকাশ

খুলনা: রোববার ১৮ মে থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে। এ অবকাশ চলবে ২৯ মে পর্যন্ত।

 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস. এম. আতিয়ার রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রীষ্মকালীন ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং প্রশাসনিক কর্যক্রম ২৯ মে পর্যন্ত (পবিত্র শব-ই-মিরাজের ছুটিসহ) বন্ধ থাকবে।

তবে পরীক্ষাসহ জরুরি সেবা যেমন- পানি, বিদুৎ, টেলিফোন, নিরাপত্তা, মেডিকেল ও পরিবহন ইত্যাদি খোলা বা চালু থাকবে।

৩০ ও ৩১ মে শনি ও রোববার সপ্তাহিক ছুটি শেষে ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।


বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ১৫, ২০১৪





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।