ঢাকা: এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেয় দেশের ২৭ হাজার ৪৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৯৪২টি কেন্দ্রে।
মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৬৭০টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
আটটি সাধারণ বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ৩৩৯টি। সবচেয়ে বেশি শতভাগ পাস রাজশাহী বোর্ডে। এ বোর্ডের ২ হাজার ৫৪২টি প্রতিষ্ঠানের ১ হাজার ৫৫টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
ঢাকা বোর্ডের ৪ হাজার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭০৫টি প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। দিনাজপুর বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৬৬১টি। যশোর বোর্ডে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৮৫টি।
এছাড়া বরিশাল বোর্ডে ২০৮, কুমিল্লা বোর্ডে ১৬৭, চট্টগ্রাম বোর্ডে ৬৭টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৪