ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শতভাগ পাসের আনন্দে মাতোয়ার‍া ভিকারুন নিসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৪
শতভাগ পাসের আনন্দে মাতোয়ার‍া ভিকারুন নিসা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) স্কুলটি তৃতীয় স্থান অর্জন করেছে।



স্কুলের এক হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এ আনন্দে শিক্ষার্থীরা মাতোয়ারা হয়ে উঠেছে।

স্কুলটির বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ১৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পায় এক হাজার ১২৪ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪৪ জনের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯৫ জন।

এবারও দেশসেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এসএসসি পরীক্ষায় দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলো প্রতিষ্ঠানটি।

শনিবার সকালে দেশব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, গড় পাসের হার ৯১. ৩৪ শতাংশ।

এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.৯৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.৪০ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.২৩ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৬৬ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.৯২ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৩.২৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯২.১৯ শতাংশ এবং রাজশাহী বোর্ডে পাসের হার ৯৬.৩৪ শতাংশ।

এছাড়া কারিগরী বোর্ডে পাসের হার ৮১.৯৭ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.২৫ শতাংশ এবং ডিআইবিএস-এ পাসের হার ৯২.৬৭ শতাংশ।

পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা এ ফলাফল জানতে পারবেন।


ফলাফল জানতে ক্লিক করুন: www.educationboardresults.gov.bd

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৪/আপডেট: ১৩৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।