ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিসিএস প্রশাসন একাডেমির প্রশিক্ষণার্থীদের শিক্ষা সফর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
বিসিএস প্রশাসন একাডেমির প্রশিক্ষণার্থীদের শিক্ষা সফর

ঢাকা: সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৬৭ জন প্রশিক্ষণার্থী সহকারী কমিশনার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শিক্ষা সফর করেছেন।

গত ২৫ জুন একাডেমির প্রশিক্ষণার্থীরা সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পড়েন।



পরে তারা কোটালিপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) পরিদর্শন করেন।

কর্তৃপক্ষ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে দারিদ্র্য বিমোচনে বাপার্ড এর কার্যক্রম তুলে ধরেন প্রশিক্ষণার্থীদের সামনে।

বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব সৈয়দ আহসানুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।