বাকৃবি: সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
রোবাবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গণজমায়েত করে বিভিন্ন অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থীরা।
পরে, প্রশাসনিক ভবন অবরোধের চেষ্টা করলে পুলিশ সেখান থেকে সরিয়ে দেয় তাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষকদের বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য কতিপয় মহল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ব্যবহার করছে। একাডেমিক কাউন্সিলে সেমিস্টার ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হলে তা কমানো বা বাতিল করা যাবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২২, ২০১৪