ঢাকা: এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন এমপিও শিক্ষকদের মঙ্গলবারের সমাবেশ স্থগিত করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় মোবাইল ফোনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো: এশারত আলী এ তথ্য নিশ্চিত করেন।
স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ কয়েকদফা দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এশারত আলী বাংলানিউজকে বলেন, বারবার এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়ে গত তিনটি অর্থবছরে কোনো অর্থ বরাদ্দ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন শিক্ষামন্ত্রী। এমপিওভুক্ত দুর্বল প্রতিষ্ঠানের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী এমপিভুক্তির দাবি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা শিক্ষক সমাবেশ করতে চেয়েছিলাম। মঙ্গলবারে সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে নতুন তারিখ জানানো হবে।
সম্প্রতি প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলের তুলনামূলক বিশ্লেষণে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সমান্তরালে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানেরও সাফল্য রয়েছে, তাই এমপিও দাবি যৌক্তিক বলেও দাবি করেন তিনি।
অনিবার্যকারণে সমাবেশ স্থগিত করার কথা বলা হলেও সংগঠনের একটি সূত্র জানায়, মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত আছে। এহেন পরিস্থিতিতে একই এলাকায় এদিন শিক্ষক সমাবেশ না করার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৪