ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির ৩০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
বাকৃবির ৩০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ধিত সেমিস্টার ফি বাতিল দাবিতে আন্দোলন করায় ও শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দু্ই দফায় দ্বিতীয় বর্ষের ১১ ছাত্রীসহ ৩০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রশাসন ভবনে তালা দিয়ে প্রশাসনিক কাজে বাঁধা ও বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের এ নোটিশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, গত ২৯ মে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও অবস্থান ধর্মঘট না করার আহ্বান জানানো হয়। কিন্তু ওই সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গত ১৯ জুন থেকে সেমিস্টার ফি বাতিল দাবিতে প্রশাসন ভবন তালাবদ্ধ করে অবস্থান ধর্মঘট পালন করে।  

এর ফলে গত রোববার রাতে প্রক্টর অফিস থেকে ২০ শিক্ষার্থীকে এবং সোমবার আরও ১০ জনসহ মোট ৩০ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এদের মধ্যে ভেটেরিনারি অনুষদের আট জন, কৃষি অনুষদের ১১ জন, পশুপালন অনুষদের পাঁচ জন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সাজবিজ্ঞান অনুষদের পাঁচ জন এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের এক জন রয়েছেন।

কারণ দর্শানো নোটিশ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ভেটেরিনারি অনুষদের আবু হান্নান সরকার, রুস্তম আলী, সুদীপ্ত তালুকদার, মো.আবির হোসেন, রায়হানুজ্জামান সরকার, সাদিয়া আফরিন পুনম, ফেরদৌস মিয়া, দুলাল সরকার; কৃষি অনুষদের নাজমুস সায়াদাত, পার্থ প্রীতম দাস, আকাশ অ্যান্থনি বিশ্বাস, রাশেদুল ইসলাম মুন, পূজা সরকার,  রিয়া দে, রাবেয়া আক্তার তন্বী, পারিজাত বল, সানজিদা রশিদ সীমা, দীপুজ্জ্বল কর, গোলাম মর্তুজা; পশুপালন অনুষদের জাহিদ হাসান, সুমন আহমেদ, আল আমিন, সোনিয়া সুলতানা, হাসান বিশ্বাস; কৃষি অর্থনীতি ও গ্রামীণ সাজবিজ্ঞান অনুষদের নাফিসা জামান, প্রিয়াঙ্কা সাহা তুলি, ইসরাত জাহান মন্ত্রী, সুস্মিতা দাস, আশিক মাহমুদ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের সাবরিনা তাবান্নুম নূফা।

এদিকে, আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আবু হাদী নূর আলী খানসহ বেশ কয়েকজন শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি।

সোমবার সকাল ১০টার দিকে শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে ওই আল্টিমেটাম দেওয়া হয়।

আগামী ২৯ জুন সিন্ডিকেটের মাধ্যমে এ দাবি বাস্তবায়ন না হলে ৩০ জুন বিকেলে সভা করে সমিতি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান।

৩০ শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদানের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. হারুণ-অর-রশিদ বলেন, প্রশাসনিক কাজে বাঁধা এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে উপেক্ষা করায় তাদের  কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।