ঢাকা: পুরো রমজান মাস জুড়েই ছুটি থাকছে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়-মাদরাসাসহ সমপর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত এ ছুটি থাকবে।
মঙ্গলবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আসন্ন পবিত্র রমজান, জুমা-তুল-বিদা, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
একই কথা জানানো হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে।
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৫ দিন এবং মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসার ছুটি আট দিন এগিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষাপঞ্জী অনুযায়ী, আগামী ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল।
এর আগে গত ১৬ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০ রমজানের পর ছুটির প্রস্তুতির কথা জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা রমজান থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।
রমজান মাসে মায়েদের সেহরির খাবার তৈরী এবং সকালে বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী ছুটির পক্ষে মত দেন।
ওই সময় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুন থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।
ওই দিন মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসে অফিস সময় সকাল নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৪/আপডেট ১৬৩০ ঘণ্টা