ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ছাত্র ফেডারেশনের কাউন্সিল অনুষ্ঠিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
রাবিতে ছাত্র ফেডারেশনের কাউন্সিল অনুষ্ঠিত ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে কাউন্সিলের উদ্বোধন করা হয়।


 
 এ সময় রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা দলীয় পতাকা এবং কেন্দ্রীয় সভাপতি প্রবীর সাহা জাতীয় পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত মল্লিক, রাবি ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আহসান হাবিব রকি, সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, বর্তমান কমিটির সহসভাপতি শিরিন সুলতানা ও সাংগঠনিক সম্পাদক ফারুক ইমন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে এবং মধ্যবিত্ত ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। তারা জাতীয় বাজেটের ৩০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানান।


পরে ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয়। সেখানে বেলা ১২টায় কাউন্সিলের অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের দ্বিতীয় দিন বুধবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নতুন কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।