ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝালকাঠি কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
ঝালকাঠি কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত ছবি: সংগৃহীত

ঝালকাঠি: ঝালকাঠি সরকারি কলেজে ইংরেজিসহ তিনটি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু, আসন সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষক সংকট নিরসন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেনের কাছে দাবি বাস্তবায়নে শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছে।



এর আগে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নেয়। এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেয়।


শিক্ষার্থীরা জানান, চাহিদা থাকা সত্ত্বেও ঝালকাঠি সরকারি কলেজে অনার্সে ইংরেজি, সমাজকল্যাণ ও অর্থনীতি বিষয় এখনো চালু হয়নি। যে চারটি বিষয়ে অনার্স চালু রয়েছে, তাতেও আসন সংখ্যা সীমিত থাকায় শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন না।

এছাড়া কলেজে বর্তমানে মাত্র ২৫ জন শিক্ষক রয়েছেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।