ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪

১২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
১২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪’ এর চূড়ান্ত বিজয়ী ১২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা এগারোটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী ১২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।



গত ৩ মে থেকে শুরু হয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৪। উপজেলা, জেলা ও বিভাগ পর‌্যায়ে অংশ নেওয়ার পর জাতীয় পর‌্যায়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা।

দেশব্যাপী সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে দ্বিতীয়বারের মত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভাগ হয়ে ৩টি গ্রুপের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, ভাষা ও সাহিত্যে সিরাতুল মুস্তাকিম অষ্টম শ্রেণী রাজউক উত্তরা মডেল স্কুল কলেজ ও অদিতি বড়ুয়া দ্বাদশ শ্রেণী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ।

দৈনন্দিন বিজ্ঞানে আনিকা তাবাসুম, অষ্টম শ্রেণী, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ। গণিত ও কম্পিউটারে পুস্পিতা বিশ্বাস, অষ্টম শ্রেণী, কাসকো স্কুল চট্টগ্রাম ও ফাহিম শাহরিয়ার স্বাক্ষর একাদশ শ্রেণী নটরডেম কলেজ ঢাকা।

বাংলাদেশ স্টাডিজে আল মুহিত মুক্তাদির, সপ্তম শ্রেণী পীরগঞ্জ সরকারি স্কুল রংপুর, সুমাইয়া ইসলাম দ্বাদশ শ্রেণী ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ ও আফিয়া আনজুম জামান জেবা নবম শ্রেণী কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞানে ফাহিমা সুলতানা, দশম শ্রেণী, জিনজিরা পীর মোহাম্মদ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও শাহজাদি নওরিন হক, একাদশ শ্রেণী, শেখ ফজিলাতুন্নেসা উচ্চ বিদ্যালয় বরিশাল এবং গণিত ও কম্পিউটারে জুবায়ের নির্ঝর, দশম শ্রেণী, অন্যদা সরকারি স্কুল চট্টগ্রাম।

প্রধানমন্ত্রী এই ১২ জনের হাতে সনদ ও পদক এবং ১ লাখ টাকার চেক তুলে দেন।

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিটি বিভাগ ও জেলা ও উপজেলায় ১২ জন করে মোট ৭ হাজার জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার বিতরণের আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,শিক্ষাই পারবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে।

এ সময় তিনি সৃজনশীল পদ্ধতির প্রশংসা করে বলেন, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।