ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে ৪০ দিনের ছুটি শুরু বৃহস্পতিবার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, জুন ২৫, ২০১৪
বাকৃবিতে ৪০ দিনের ছুটি শুরু বৃহস্পতিবার

বাকৃবি (ময়মনসিংহ): গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শবে-কদর ও ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বৃহস্পতিবার থেকে ৪০ দিনের জন্য বন্ধ হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

তবে এসময় বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ চলবে।
   
এদিকে, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল মোমেন মিয়া বাংলানিউজকে জানান, মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এখনই হল বন্ধ হবে না। পরে প্রভোস্ট পরিষদের সভায় আলোচনা করে হল বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।