জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্যাডে ধর্মান্তরের সংবাদ গণমাধ্যমে দেওয়ায় জনসংযোগ দপ্তরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে সিন্ডিকেট সদস্য মো. নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
২৩ জুন সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় জনসংযোগ দপ্তরের পরিচালক মীর আবুল কাশেম ও উপ-পরিচালক আবদুস সালাম মিঞাকে (সালাম সাকলাইন) সাময়িক বরখাস্ত করা হয়।
২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক স্বাক্ষরিত ‘ইসলাম ধর্ম গ্রহণ’ শিরোনামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী পরেশচন্দ্র গোয়ালার সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে প্রচার করে জনসংযোগ দপ্তর।
পরে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। পরে ৩০ এপ্রিল হিন্দু কর্মচারী ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ায় জনসংযোগ পরিচালকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কি ব্যবস্থা নিয়েছে তাও জানতে চায় আদালত।
বিষয়টি নিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত সোমবারের সিন্ডিকেট সভায় জনসংযোগ দপ্তরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন এবং দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী তদন্ত কমিটি গঠন করেন। অধ্যাদেশ অনুযায়ী ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সদস্য সচিব।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪