ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার জন্য দরকার সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
শিক্ষার জন্য দরকার সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমানে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, প্রশ্নপত্র ফাঁসসহ নানা বিশৃঙ্খলা সমাধানে সবচেয়ে বেশি প্রয়োজন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বেলা ১১টায় শিক্ষা অধিকার আন্দোলন আয়োজিত ‘শিক্ষাখাতে বাজেট ও আজকের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।



সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ এমাজউদ্দিন আহমদ বলেন, চেয়েছিলাম আমাদের প্রজন্ম এমনভাবে তৈরি হোক যার মাধ্যমে আমরা যুগ যুগ বেঁচে থাকবো। ভয়ংকর ভ্রান্ত পদক্ষেপে শিক্ষক নিয়োগ দিয়ে নানা বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ায় পরিবেশ বিষাক্ত হয়ে। বর্তমানে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া উচিত। এতে শিক্ষা খাতে গবেষণা বাড়বে। বাংলাদেশে অন্য খাতসহ শিক্ষাখাতেও দলীয়করণ চলছে। এভাবে যে সরকার আসে তারাই দলীয়করণ করে।

এ সময় অন্য বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়িয়ে লাভ নেই। কারণ দুর্নীতি বন্ধ না করা গেলে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর হবে না। সরকারকে শিক্ষাখাতে দুর্নীতির বিষয়ে জোর দেওয়া উচিত।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, অধ্যাপক ড. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।