ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবলিক পরীক্ষা আইন সংশোধনে মতামতের জন্য ওয়েবসাইটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
পাবলিক পরীক্ষা আইন সংশোধনে মতামতের জন্য ওয়েবসাইটে

ঢাকা: দেশের পাবলিক পরীক্ষাগুলো পরিচালনা, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সম্পর্কিত অন্যান্য অপরাধ প্রতিরোধের জন্য বিদ্যমান আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

The Public Examinations (Offences) Act 1980 (Amended 1992) আইনটি সংশোধন প্রক্রিয়া আরো বেশি যথাযথ করার জন্য এ বিষয়ে সংশি¬ষ্ট সব মহলের পরামর্শ ও মতামত গ্রহণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞজনের পরামর্শ ও মতামত আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইলে (info@moedu.gov.bd) পাঠানোর আহ্বান জানিয়েছে।

এছাড়া হার্ড কপি সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞজনের মতামত পাওয়া গেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

চলতি বছর এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করে। পর নতুন করে পরীক্ষার তারিখ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ইংরেজি দ্বিতীয়পত্র, গণিতের প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় বিদ্যমান আইনের সাজা চার বছর থেকে বাড়ানোর জন্য এক আন্তঃমন্ত্রণালয় সভা করে।

সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্ন ফাঁসের সাজার পাশাপাশি এ নিয়ে বিভ্রান্তি ছড়ালেও, মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।