ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরে শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে ক্লাস বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
লক্ষ্মীপুরে শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে ক্লাস বর্জন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন।

শনিবার সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছিল।



এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মাসুদ আলম প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের কক্ষে ঢুকে তাকে লাঞ্ছিত করা হয়। এরপর থেকে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদাত, এমরান, সজিব ও ইসমাইল বাংলানিউজকে বলে, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবে না এবং প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।

স্থানীয় অভিভাবকরা জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছিত বিষয়টি খুবই দুঃখ জনক; এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মাসুদ আলম দীর্ঘদিন থেকে অশোভন আচরণ করে আসছেন। বৃহস্পতিবার আমার কক্ষে ঢুকে তিনি অশালীন ব্যবহার করেন। এতে বাধা দিলে তিনি টেবিলের ওপরের কাঁচ ভাঙচুর করে এবং আমাকে লাঞ্ছিত করে।  

এব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সদস্য মাসুদ আলমের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিরি সভাপতি ও স্থানীয় চর রুহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন পাটোয়ারী বাংলানিউজকে বলেন, বিষয়টি সমঝোতার জন্য চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ